কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম
১৯৮১ সালে জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর হতে এই প্রতিষ্ঠান নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এই পথপরিক্রমায় একাডেমি ৩৯বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই যাত্রায় একাডেমি ধারাবাহিকভাবে অবকাঠামো নির্মাণসহ বহু কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। কাস্টমস ও ভ্যাট এর প্রশিক্ষণের ক্ষেত্রে একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাহাড়তলী, কাট্টলী, সাগরিকা রোড সংলগ্ন এলাকায় ৩৮.৯৫ একর জায়গা জুড়ে একাডেমি অবস্থিত। এর পূর্বে বিসিক শিল্পাঞ্চল , পশ্চিমে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, দক্ষিণে সাগরিকা রোড এবং উত্তরে কাট্টলতারণ করা হয়।